প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বরফের দেশ সুইজারল্যান্ডে ভ্রমণ উদযাপন করেন ইংরেজি নববর্ষ। সেখান থেকে উড়াল দেন ক্যারিবীয় দ্বীপে।
মঙ্গলবার বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক নিককে হাতে হাত ধরে বিমানবন্দরে দেখা যায়।
Read More News
ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছানোর দুদিন পর তাঁদের মধুচন্দ্রিমার ছবি ও সৈকত বিনোদনের ভিডিও ভাইরাল হলো। নিক জোনাস তাঁদের ক্যারিবীয় রোমান্সের ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন।
প্রিয়াঙ্কা প্রিয়তম একটি ভিডিও শেয়ার দিয়েছেন, যেখানে তাঁকে দড়ি ধরে দুলতে দেখা যাচ্ছে, পরেছেন সোনালি বিকিনি। পাশেই সমুদ্রের অতল জলরাশি, নীল ঢেউ আর উষ্ণ বাতাস।
প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং বন্ধ করেছেন। সোনালি বোস পরিচালিত এই ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন।
এই সিনেমায় আরো রয়েছেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ অভিনেত্রী জাইরা ওয়াসিম এবং নির্মাতা-অভিনেতা ফারহান আখতার। চলতি বছরেই এ ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
CoinWan Latest Banlga Newspaper