বাংলাদেশের উপস্থাপিকা ইশরাত পায়েল বাহামা দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন। সেখানে তোলা তার খোলামেলা পোশাক পরা কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।
Read More News
মঙ্গলবার রাতে খোলামেলা পোশাক পরিহিত ওই ছবিগুলো তিনি ফেসবুকে পোস্ট করেন। শিরোনামে লেখেন, আমি খুবই সাধারন মেয়ে যে হাঙর ভরা সমুদ্রে সাঁতার কাটছে।
উপস্থাপনা ছাড়াও মডেলিংয়ের সঙ্গে জড়িত রয়েছেন ইশরাত পায়েল। ২০১৫ সালে তিনি ‘মিস হেরিটেজ’ নির্বাচিত হন। তারপর থেকে মডেলিং ও উপস্থাপনায় পথচলা শুরু।
CoinWan Latest Banlga Newspaper