সিঙ্গাপুরে চিকিৎসাধীন সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। সোমবার সকালে তার আরেক দফা হার্ট অ্যাটাক হয়েছে।
Read More News
শনি ও রবিবার পরপর দুদিন সুবীর নন্দীর হার্ট অ্যাটাক হয়েছে। সিঙ্গাপুরে নেওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাক হলো। তার হার্টে চারটা ব্লক ছিল। রবিবার সকালে ওটিতে নিয়ে তাকে চারটা রিং পরানো হয়েছে।
ছয়দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিউতে চিকিৎসাধীন তিনি। সেখানে তার সঙ্গে আছেন মেয়ে ফাল্গুনী নন্দী। ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয়।
CoinWan Latest Banlga Newspaper