সংগীতশিল্পী টিনা একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘তুমি কাছে থেকেও’। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত করেছেন ইবরার টিপু।
Read More News
সম্প্রতি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ পেয়েছে। এতে মডেল হিসেবে আছেন শিল্পী নিজেই। জুটি প্রোডাকশনের ব্যানারে গানটির ভিডিও ব্যাংককসহ থাইল্যান্ডের কয়েকটি স্থানে ধারণ করা হয়েছে বলে জানান টিনা।
জুটি প্রোডাকশনের ব্যানার থেকে এর আগে দুটি কাভার গানের ভিডিও প্রকাশ হয়েছিল সেই হিসেবে এই প্রোডাকশনের প্রথম মৌলিক গানের ভিডিও ‘তুমি কাছে থেকেও’।