রবিবার বরিশালে হোটেল গ্র্যান্ড পার্কে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নভোএয়ার।
Read More News
অনুষ্ঠানে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, নভোএয়ার সব সময়ই উড্ডয়ন নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে সকল স্তরে আমাদের সর্বাত্মক কর্মকান্ড অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নভোএয়ারের বিক্রয় এবং বিতরণ বিভাগের প্রধান মেসবাহ-উল-ইসলাম, বরিশাল বিমান বন্দরের আঞ্চলিক কর্মকর্তা, সিভিল এভিয়েশনের কর্মকর্তা এবং ট্রাভেল এজেন্সির সম্মানিত সত্তাধিকারিগন।
CoinWan Latest Banlga Newspaper