৫ জুন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি ওভালে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে টাইগারদের মিশন শুরু হয়ে যাবে ২ জুন। ওভালে সেদিন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। জুন-জুলাই পর্যন্ত ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। ক্রিকেট দল এবার ঈদ করবেন ইংল্যান্ডে।
Read More News
৬ জুন আবার বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে লাওসের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে লাওসে। ২০২২ সালে কাতারে বিশ্বকাপের চূড়ান্তপর্বের খেলা। স্বাগতিক কাতারই শুধু সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ৩১টি দেশ সুযোগ পাবে বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে।
ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান নিচে বলে বাংলাদেশ প্রাক-বাছাই পর্বে খেলছে। ১১ জুন ঢাকায় ফিরতি পর্বের ম্যাচ। জাতীয় ফুটবল দল এখন থাইল্যান্ডে। সেখানে ২৮ মে এয়ারফোর্স ইউনাইটেড এএফসি ও ১ জুন প্রথমে ইউনাইটেডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে ফুটবল দল। ৩ জুন থাইল্যান্ড থেকেই ফুটবল দল লাওসে যাবে। ক্রিকেটারদের মতো ফুটবলাররাও এবার ঈদ করবে দেশের বাইরে।
CoinWan Latest Banlga Newspaper