আজ শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অস্থায়ী প্যান্ডেল ঝড়ে ভেঙে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ সদস্যসহ ১৬ জন। ইফতারের পরে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৬)। তিনি ওই প্যান্ডেলের নিচে নামাজ আদায় করছিলেন।
Read More News
ফায়ার সার্ভিসের কর্মী জানান, ইফতারের পর ঝড়টা শুরু হয়। তখন মুসল্লিদের নামাজ আদায়ের জন্য করা অস্থায়ী প্যান্ডেলটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট পাঠানো হয়। হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।