ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। বয়স ২৮ বিয়ের কাবিন হিসেবে মেহজাবিন চাইলেন তা অনেকের অবাক করার অবস্থা।
মেহজাবিন বলেন, ‘কাবিন হিসেবে আমি তোমাকেই চাই, যদি কখনো বিচ্ছেদের কথা আসেও তাহলে কাবিন হিসেবে যেন আমি তোমাকেই পাই।’
Read More News
যদিও এটি তার নিজের কথা নয়, ‘তোমাকে চাই’ নামের একটি নাটকে তার মুখে এমন সংলাপ বলতে শোনা যাবে। এতে মেহজাবীনের সহশিল্পী আফরান নিশো। এটি প্রচারিত হবে আসন্ন ঈদুল ফিতরে।
CoinWan Latest Banlga Newspaper