মালাইকা ও অর্জুন প্রেমকাহিনী সিনেপাড়ায় অনেক দিন ধরেই খবরের শিরোনাম। এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
Read More News
দীর্ঘদিন পর দুদিন আগে আনুষ্ঠানিক ঘোষণা দেন অর্জুন কাপুর। ‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাতে হাত ধরে গিয়েছিলেন অর্জুন-মালাইকা। সেখানে অর্জুন বলেন, আমরা খারাপ কিছু করছি না। লুকাচ্ছিও না।
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মালাইকা-অর্জুনের বিয়েতে হাজির হতে চান। ক্যাটরিনা বলেন, অর্জুন কাপুর তাঁর ‘রাখি’ ভাই।
১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালাইকা ও আরবাজ। তাঁদের সংসারে রয়েছে ১৬ বছরের ছেলে আরহান। ২০১৭ সালে মালাইকা অরোরা ও আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। এরই মধ্যে আরবাজ খান খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষ জর্জিয়া আন্দ্রিয়ানি আর মালাইকাও অর্জুন কাপুরকে।
বিচ্ছেদের পরই ৩৩ বছরের অর্জুনকে প্রকাশ্যে আনেন ৪৫ বছরের মালাইকা। প্রায়ই তাঁদের লাঞ্চ ও ডিনার ডেটে দেখা যায়। এরপরই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয়।
CoinWan Latest Banlga Newspaper