জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র ছোট ভাই জাহেদুল ফারুক দ্বীপ। ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়।
Read More News
‘আমার আত্মহত্যার জন্য কেউই দায়ী নয়। জীবনের পদে পদে হারতে হারতে এ দেহ নিয়ে বাঁচতে চাই না। আমি জানি পৃথিবীর কষ্ট কিছু নয়। মৃত্যুর পর অনেক কষ্ট হবে।’ আত্মহত্যার আগে চিঠিতে এই কথা গুলোই লিখে গেছেন অভিনেতা অপূর্বর ছোট ভাই জাহেদুল ফারুক দ্বীপ।
আদাবর থানা পুলিশ জানায়, ওই বাসায় জিত তার স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকতেন। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনরা নিয়ে যায়।
CoinWan Latest Banlga Newspaper