বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তার গ্ল্যামারের ঝলক দেখা গেছে কান চলচ্চিত্র উৎসবে। কানের লাল কার্পেটে পর একটি পত্রিকার ফটোশুটে ফের এই সুন্দরী।
আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকা ‘ইনস্টাইল’-এর জন্য ডিজাইনার সব্যসাচীর তৈরি শাড়িতে ভিন্ন মাত্রা দিয়েছেন প্রিয়াঙ্কা।
Read More News
নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজে। সেখানে তিনি লিখেছেন, ‘বিশ্ব সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যাশন, যা বহু সময়েই প্রাচীন ঐতিহ্য থেকে উদ্ভূত হয়। ঋতু বদলে গেলেও তা কখনো স্টাইলের দিগন্ত থেকে মুছে যায় না।’
‘ভারতের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ ও স্বীকৃত পোশাক শাড়ি। আমার কাছে তার সৌন্দর্য শুধু বস্ত্র বা নকশা বোঝায় না। তার বৈচিত্র্যই হলো সবচেয়ে চিত্তাকর্ষক। শাড়ি নারীর আভিজাত্য, নারীত্ব ও শক্তির দ্যোতক। যখনই শাড়ি পরি, এক সুন্দর অনুভূতি জাগে।’
ফটোশুটে তার অনন্য ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটলেও ভক্তরা অধীর অপেক্ষায় রয়েছেন প্রিয়াঙ্কার পরবর্তী ছবি নিয়ে। আগামী অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে নায়িকার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।
CoinWan Latest Banlga Newspaper