সম্প্রতি সামনে এসেছে করিনার বেশ কিছু ছবি। নানা রকম যোগাসন করতে দেখা যাচ্ছে তাঁকে। শীর্ষাসন থেকে শুরু করে আরও বেশ কিছু কঠিন যোগ ভঙ্গী অভ্যাস করতে দেখা গেল তাঁকে। তাঁর সুঠাম শরীর ও যোগ দক্ষতা দেখলে থমকে যাবেন আপনিও।
Read More News
শুধু বলিউড কেন, সিনেমা জগত সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল তাঁরা বিলক্ষণ জানেন, করিনা কাপুর ঠিক কতটা ফিটনেস ফ্রিক। তিনিই তো বলিউডে চালু করেছেন সাইজ জিরো ট্রেন্ড।
ডায়েটিং থেকে শুরু করে যোগাসন কিংবা পিলাটিস, করিনা কাপুর সবেতেই সমান দক্ষ। বিভিন্ন সময়ে তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ফিটনেস সিক্রেটস।
CoinWan Latest Banlga Newspaper