৩৮ বছর বয়সী কারিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার। উজ্জ্বল রোদের নিচে দাঁড়িয়ে সেলফি তুলেছেন আর সেই ছবির কারণে কারিনাকে ‘চাচিমা’ বলতেও কারোর মুখে বাধেনি। ছবির নিচে কেউ লেখেন, বয়স্ক লাগছে। কেউ লেখেন, কারিনা বোধহয় অপুষ্টিতে ভুগছে। প্লিজ কারিনা তুমি কিছু খেয়ে নাও ইত্যাদি মন্তব্য দেখতে পাওয়া গেছে।
তাসকানে গরমের ছুটি কাটাতে গিয়েছেন কারিনা কাপুর। সঙ্গে গিয়েছেন স্বামী সাইফ এবং ছোট্ট তৈমুর।
Read More News
আগেও কারিনা বডি শেমিংয়ের শিকার হয়েছেন। গত বছর মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ে কারিনার সাইজ জিরো লুক নেটিজেনদের পছন্দ হয়নি। তখন ফ্যানরা তাকে ভালো করে খাবার খাওয়ার পরামর্শ দেয়। সোনম কাপুরের বিয়েতেও তার ফিগারে কোনও পরিবর্তন দেখা যায়নি। সেই সময় ট্রোলিংয়ের শিকার হন তিনি।
CoinWan Latest Banlga Newspaper