বিশ্বকাপ চলছে। বাইরের তাপমাত্রা ক্রমশ অসহনীয়। আর সেই অসহনী তা আরও বাড়ালেন পুনম পান্ডে। পুনম মানেই বিতর্ক। তিনি বলেছিলেন এবার ভারত যতগত ম্যাচে জিতবে তিনি ততবার প্যান্টি খুলবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জেতায় দলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এবার পাকিস্তানের একটি বিজ্ঞাপনকে ব্যঙ্গ করতে গিয়ে তিনি নিজের অন্তর্বাস খুলে ফেললেন। সেই ভিডিয়োই এখমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Read More News
CoinWan Latest Banlga Newspaper