বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বিশ্ব বাবা দিবস পালিত হয়ে আসছে। মায়েদের পাশাপাশি বাবারাও সন্তানের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই দিবসটি পালিত হয়।
আজ রোববার বিশ্ব বাবা দিবস। নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। কিন্তু দিনটি উদযাপনের বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
Read More News
বর্তমান সময়ে বিশেষ একটি দিনকে কেন্দ্র করে বাবা কিংবা মায়ের প্রতি সন্তানেরা ভালোবাসা জানায়। এটা আমাদের সংস্কৃতি না, এটি পশ্চিমা সংস্কৃতি। আমাদের বাঙালি সংস্কৃতিতে বাবা দিবস নেই। বাবারা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেন। সন্তান যখন মানুষের মতো মানুষ হয় তখন প্রতিদিনই তাদের কাছে বাবা দিবস ও মা দিবস। এই দিবসটি এভাবে উদযাপন করার বিষয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি না। কারণ সারা বছরই আমি বাবা-মায়ের খেয়াল রাখি, যত্ন নেই। তাদের ভালো-মন্দ, প্রয়োজন সব বিষয়ে খেয়াল রাখি।
বর্তমানে তারা ঢাকায় আছেন। কাজ না থাকলে, আমিও পরিবার নিয়ে গ্রামে চলে যাই। বাবা-মায়ের সঙ্গে সময় কাটাই। এটা অন্যরকম এক ভালোলাগা, যা মুখে বলে বোঝানো যাবে না।
আমরা যেন প্রত্যেক সন্তান মা-বাবার খবর রাখি। প্রতিদিন যেন তাদের সঙ্গে একবার করে হলেও হাসি মুখে কথা বলি। তাদের কারণে পৃথিবীর আলো দেখেছি। তাদের কাছে এটাই সবচেয়ে বড় ঋণ। এই ঋণ কোনোভাবেই শোধ করা যাবে না।
CoinWan Latest Banlga Newspaper