ঈদ উপলক্ষে ড. মাহফুজুর রহমান ভক্তদের নতুন গান শোনাবেন। আজ ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে তাঁর একক সংগীতানুষ্ঠান ‘মন থেকে রইল শুভ কামনা’।
Read More News
অনুষ্ঠানে ১০টি রোমান্টিক গান গাইবেন ড. মাহফুজুর রহমান। গানগুলো শিরোনাম হলো ভুলে গেলে তুমি, মনের কারাগারে, শত চেষ্টাতেও, যে ক্ষতি, দেখছি যতই, আমার পৃথিবী, ফিরে এসো, চাঁদ মুখ, কোথায় হারালে এবং তুমি এক পা বাড়ালে।
সব গানের সুর করেছেন যৌথভাবে মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, নাজমা মোহাম্মদ, মোহাম্মদ ইকবাল হোসেন, শেখ রেজা শানু, এবং রাজেশ ঘোষ।
CoinWan Latest Banlga Newspaper