পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো চেয়ারম্যান।
পাকিস্তানের ১১ তম প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলী জারদারি। ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর তিনি প্রেসিডেন্ট হন। ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।
Read More News
সোমবার ইসলামাবাদে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন আসিফ আলী। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর ১৫ সদস্যের একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে জারদারিকে গ্রেপ্তার করে। ওই সময় জারদারির সাথে বাসভবনে অবস্থান করছিলেন তাঁর ছেলে বিলওয়াল ভুট্টো ও কন্যা আসিফা। গ্রেপ্তারের আগে ইসলামাবাদ হাইকোর্ট আসিফ আলী জারদারি ও তাঁর বোন ফারিয়াল তালপুরের আগাম জামিনের আবেদন নাকচ করে দেয়। জারদারিকে গ্রেপ্তারের আগে পাকিস্তানের সংসদকেও তা অবহিত করা হয়েছে বলে জানায় ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।