বলিউডে বিদ্যা বালানের ১৪ বছরের ক্যারিয়া। নানা ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। অনেক ছবিই হয়েছে সুপারহিট। ‘ডার্টি পিকচার’ ছবিতে তিনি তাঁর আবেদনের ঝলক দেখিয়েছেন। এখন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন।
Read More News
গতকাল মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পেজে একাধিক ছবি পোস্ট করেন বিদ্যা বালান। ছবিগুলোতে তাঁকে সৈকতের রোদ-জল উপভোগ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে বিদ্যা বালান লিখেছেন, ‘আনন্দ’। হ্যাশট্যাগ দিয়ে তিনি আরো লেখেন, ‘হ্যাপি’, ‘ফান ইন দ্য সান’। তাঁর ছবিগুলো তুলেছেন সাঁধু অদিতি, সেই ক্রেডিট দিতেও ভোলেননি জনপ্রিয় এ অভিনেত্রী।
বিদ্যার অপূর্ব ছবি দেখে সোনাক্ষি সিনহার মন্তব্য, ‘কেন তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে গেলে না?’ আর প্রিয়াঙ্কা চোপড়া জোনাস লিখেছেন, ‘অপূর্ব’।
বিদ্যা বালানকে আগামীতে ‘মিশন মঙ্গল’ সিনেমায় দেখা যাবে। এতে তাঁর সহ-অভিনেতা অক্ষয় কুমার, তাপসী পান্নু, নিথিয়া মেনেন, শর্মণ জোশি ও সোনাক্ষি সিনহা। জগন শক্তি পরিচালিত এ ছবি ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ‘মারস অরবিটার মিশন’-এর গল্প নিয়ে। মুক্তি পাবে এ বছরের ১৫ আগস্ট।
CoinWan Latest Banlga Newspaper