ইউরোপে ছুটি কাটাতে গিয়েছেন শিল্পা শেঠি। বেড়াতে গিয়ে যে শিল্পা প্রচুর মজা করেছেন তা বলাই বাহুল্য। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেয়ার করেছেন অসংখ্য ছবি ভিডিয়ো। এমনকী যখন ক্রুজে ভ্রমণ করছিলেন তখন হাওয়ায় উড়ছিল তাঁর পোশাক। সেই ছবি শেয়ার করে তিনি লেখেন, আমার মেরিলিন মনরো মোমেন্ট।
Read More News
এছাড়াও তাঁর ফিটনেসের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। শিল্পা এখন ৪৪, কিন্তু তাঁর ফিটনেস দেখার মতো। শিল্পা জানিয়েছেন শুধু তিনিই নয়, তাঁর পোষ্য ব্রুনোও যথেষ্ঠ ফিটনেস ফ্রিক।
CoinWan Latest Banlga Newspaper