১২ বছর পর কোপা আমেরিকার শিরোপার মুখ দেখলো ব্রাজিল। ফাইনালে ৩-১ গোলের জয়ে ব্রাজিলের সামনে পাত্তাই পেল না পেরু।
ঐতিহাসিক মারাকানায় উৎসবের মঞ্চ প্রস্তুত ছিলো। আসরের সর্বোচ্চ গোলদাতা এভারটনকে সেই ছন্দেই তুলে দিলেন গ্যাব্রিয়েল জেসুস দুর্দান্ত এক ক্রস দিয়ে। ম্যাচের বয়স ১৫ মিনিটে এভারটনে ব্রাজিলের লিড।
Read More News
চিলির মতো দলকে সেমিতে উড়িয়ে আসা পেরু ৪৪ মিনিটেই সমতায় ফেরে। সেখানে ব্রাজিল ডিফেন্ডার সিলভার হ্যান্ডবলের কৃতিত্বই বেশি। গোল স্কোরার গুরেইরো। যিনি আসরে এভারটনের সমান তিন গোল দিয়েছেন।
সমতা রেখে বিরতিতে যেতে হয়নি স্বাগতিকদের। প্রথম গোলের কারিগর গ্যাব্রিয়েল জেসুস টুর্নামেন্টের শেষ ম্যাচেও নিজেকে চিনিয়েছে আর্থারের বাড়ানো বলকে গোলে কনভার্ট করে।
ম্যাচে আলোর নিচে থাকা জেসুস ৭০ মিনিটে মাঠ ছাড়েন দ্বিতীয় হলুদ কার্ড দেখে।। ১০ জনে পরিণত ব্রাজিলকে অবশ্য চাপে ফেলতে পারেনি পেরুভিয়ানরা। উল্টো ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সাহায্যে ব্রাজিল তিন নম্বর গোল পেয়ে যায় ৯০ মিনিটে। শেষ গোল রিচার্লিসনের।
মারাকানায় তিন-এক গোলে স্বাগতিকদের জয় দেখার মতো শান্তি যে ব্রাজিলের সমর্থকদের অন্যকিছুতে নেই।
CoinWan Latest Banlga Newspaper