গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত আরো ৫৬১ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদের মধ্যে দুজন হেমোরজিক ডেঙ্গুতে আক্রান্ত।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৪৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, মিটফোর্ডে ৫৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৮ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৮০ জন, বারডেম হাসপাতালে চারজন, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ১৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছয়জন এবং বেসরকারি ক্লিনিকগুলোতে ১৩৭ জন ভর্তি হয়েছে।
Read More News
এ বছর ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত সরকারি হিসেব মতে সাত হাজার ৭৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে আটজন মারা গেছেন।
CoinWan Latest Banlga Newspaper