বিদিশা বালিয়া মিস ডিফ ওয়ার্ল্ড ২০১৯ মুকুট জিতেছেন। ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে বাড়ি ২১ বছরের এই বিদিশার। প্রতিবন্ধী হয়েও বিশ্বসুন্দরী বিদিশা। কানে শুনতে পান না তিনি।
প্রথমে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন বিদিশা। তিনি মূলত টেনিস খেলোয়াড়। বধিরদের জন্য আয়োজিত অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। পরে ইনজুরিতে পড়ায় সুন্দরী প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হন।
Read More News
২২ জুলাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে সেরার মুকুট পরার গৌরব অর্জন করেন বিদিশা। এতে রানার্সআপ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী।
২০০১ সালে স্পেনে প্রথম মিস ডিফ ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হন ইউক্রেনের ভিক্টোরিয়া প্রায়তেচেনকো।
CoinWan Latest Banlga Newspaper