সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আয়োজিত “সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লীগ” ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে ব্যাট হাতে নিয়ে বল মোকাবেলা করলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের মাধ্যমে আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে। সারদিন পেশাগত কর্মব্যস্ততার পর আইনজীবীদেরও রিক্রিয়েশন প্রয়োজন। রিক্রিয়েশনের ব্যবস্থা না থাকলে সুস্থভাবে বেচে থাকা সম্ভব নয়।
Read More News
প্রিমিয়ার লীগের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও মুশফিক বাবুসহ সুপ্রিম কোর্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
প্রথমবারের মতো আয়োজিত সুপ্রিম কোর্টের আইনজীবীদের এ ক্রিকেট টুর্নামেন্টে ২৫টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় থাকবেন। খেলা হবে পাঁচ ওভারের।
CoinWan Latest Banlga Newspaper