আলিয়া ভাট সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন। আর সেখানেই তিনি শেয়ার করলেন তাঁর নতুন ফ্ল্যাটের অন্দরমহলের ভিডিয়ো। তিনি নিজেই ভক্তদের ঘুরিয়ে দেখালেন ঘরের আনাচ কানাচ। কয়েক বছর আগেই এখানে শিফ্ট করেছেন তিনি।
আলিয়া জানালেন, নিজের পরিশ্রমের টাকায় প্রথম বাড়ি কিনেছিলেন তিনি। শুরুতে ভেবেছিলেন একাই থাকবেন এখানে। পরে অবশ্য মত পাল্টান। সঙ্গে নিয়ে আসেন দিদি শাহিনকে। শাহিন কিছু সময় তাঁর সঙ্গে থাকেন, কিছু সময় থাকেন মা সোনি রাজদানের কাছে।
Read More News
কারুকাজ করা এক বিশাল সবুজ দরজা খুলে ভক্তদের তাঁর অন্দরমহলে স্বাগত জানান আলিয়া। সঙ্গে অবশ্য দেখা যায় দিদি শাহিন ও মা সোনিকেও। দিদির সঙ্গে মিলে নিজে হাতে সাজিয়েছেন।