এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় জানাজা আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতারা অংশ নেন।
Read More News

এরশাদের জানাজায় অংশ নিতে সকাল থেকেই শত শত মানুষ জাতীয় সংসদ ভবনে আসতে থাকেন। এ জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল ১০টায় সাবেক রাষ্ট্রপতির মরদেহ সিএমএইচ হিমঘর থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হয়। জানাজায় ইমামতি করেন সংসদ সচিবালয় মসজিদের ইমাম। জানাজা শেষে বিভিন্ন শ্রেণির মানুষ এরশাদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানাজা শেষে রাষ্ট্রপতি মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর এরশাদকে রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নেতাকর্মীরা সাবেক এই রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ আসর তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *