বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি তাঁর স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।
Read More News
পাঁচদিনের রিমান্ডের দুদিন শেষে মিন্নিকে আজ শুক্রবার দুপুরে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন ‘দুদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মিন্নিকে আদালতে হাজির করা হলে তিনি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার অন্যতম আসামি রিশান ফরাজীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
CoinWan Latest Banlga Newspaper