জীবনের প্রথম এমি মনোনয়ন পেলেন অভিনেত্রী ‘সোফি টার্নার’। ‘সোফি টার্নার’ আরও একটি পরিচয় তিনি প্রিয়াঙ্কা চোপড়ার জা।
গেম অফ থ্রোনস-এ অভিনয়ের জন্যে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রেষ্ঠ সাপোর্টিং অভিনেত্রী ড্রামা বিভাগে। ২০১০ সালে মাত্র ১৪ বছর বয়স থেকে এই সিরিজে অভিনয় শুরু করেছিলেন সোফি।
Read More News
জা-এর এই সাফল্যে খুবই খুশি প্রিয়াঙ্কা চোপড়া। তাঁকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘এবছরের প্রত্যেক এমি মনোনীতদের শুভেচ্ছা। তবে তোমার জন্যে এই শুভেচ্ছা আরও একটু স্পেশাল সোফি। আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি এবং তোমাকে নিয়ে খুবই গর্বিত।’
স্ত্রীর এই সাফল্যে অত্যন্ত খুশি জো জোনাসও। ইনস্টাগ্রামে তিনিও সোফির জন্যে লিখলেন শুভেচ্ছাবার্তা।
CoinWan Latest Banlga Newspaper