ধকড়-এর ফার্স্ট লুকে কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত নয়া অবতারে আসতে চলেছেন। তাঁর কেরিয়ারে বিভিন্ন সময়ে নানা ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন কঙ্গনা। দর্শক থেকে ক্রিটেক প্রশংসা পেয়েছেন সবারই। এবার তাঁকে দেখা যাবে নারী কেন্দ্রিক অ্যাকশন ছবিতে।
Read More News

রাজনিশ ঘাই-এর পরিচালনায় ‘ধকড়’ ছবিটির প্রযোজক সোহেল মাকলাই প্রোডাকশনস, অ্যাসাইলাম ফিল্মস এবং কিউকি ডিজিটাল মিডিয়া। সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে কঙ্গনা জানালেন, ‘মণিকর্নিকার অভাবনীয় সাফল্যের পর এটা স্পষ্ট যে দর্শক মহিলা কেন্দ্রিক লার্জার দ্যান লাইফ ছবি দেখতে পছন্দ করছেন।

শুধুমাত্র আমার কেরিয়ারেরই নয়, ভারতীয় চলচ্চিত্রের জন্যেও টার্নিং পয়েন্ট হতে চলেছে। দিওয়ালি ছবি মুক্তি পেলে সবচেয়ে ভালো হয়। এই ছবি যদি হিট করে যায় তাহলে ভারতীয় চলচ্চিত্রে মেয়েদের আর পিছন ফিরে দেখতে হবে না। ’ শনিবারই মুক্তি পেয়েছে ‘ধকড়’ ছবির ফার্স্ট লুক।

ছবির অ্যাকশন সিনের জন্যে হলিউডের প্রথম সারির অ্যাকশন ডিরেক্টরকে নিয়োগ করার কথা ভাবছেন নির্মাতারা। ধকড়-র সিংহভাগ শ্যুটিং হবে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য প্রাচ্য এবং ইউরোপে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২০ সালের দিওয়ালিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *