২৫ বছর পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে দাউদ ইব্রাহিমের সাম্প্রতিক ছবি। যেখানে দেখা গেছে, আগের চেয়ে দাউদ ইব্রাহিমের শারীরিক অবয়ব অনেকটাই বদলে গেছে।
জানা গেছে, ‘ডি কোম্পানি’র ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের তদারককারী জাবের মোতিবালের সঙ্গে দেখা করার সময় ক্যামেরাবন্দি হয়েছেন দাউদ। সেই ছবি এসেছে গুপ্তচরদের হাতে। আর দাউদের সেই ছবি এবার এসে পৌঁছেছে সাংবাদমাধ্যমের কাছে। কিছুদিন আগেই দাউদের অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু এই ছবিতে দাউদকে একেবারে সুস্থ আর স্বাভাবিক বলেই মনে হচ্ছে।
Read More News
উল্লেখ্য, ভারতীয় গোয়েন্দা রিপোর্টে আগেই প্রকাশ হয়েছে যে, পাকিস্তানে আত্মগোপন করে রয়েছেন দাউদ ইব্রাহিম। কিন্তু একাধিকবার বললেও, বারবার সেই তথ্য খারিজ করেছে পাকিস্তান সরকার।
CoinWan Latest Banlga Newspaper