বলিউডের অভিনেত্রী কোয়েনা মিত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ জুলাই) ভারতের আন্ধেরির মেট্রোপলিটন আদালত এ রায় দেন।
২০১৩ সালে কোয়েনা মিত্রের বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেছিলেন মডেল পুনম শেঠি। প্রায় ছয় বছর পর এ রায় দিল আদালত।
একই সঙ্গে চেক জালিয়াতির মামলাকারীকে (বাদী) ১.৬৪ হাজার টাকার সুদসহ মোট চার লাখ ৬৪ হাজার টাকা পরিশোধ করার আদেশ দেয়া হয়েছে।
Read More News
মামলা করার আগে ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় পুনমকে দেয়া কোয়েনার তিন লাখ টাকার চেক বাউন্স করেছিল। তবে মামলার শুরু থেকেই কোয়েনা এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
CoinWan Latest Banlga Newspaper