রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা গুজব রটনাকারী সেই নারী এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই নারীর নাম রিয়া খাতুন।
Read More News
গতকাল বৃহস্পতিবার বিকেলে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রিয়া খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া এ মামলায় প্রধান আসামি হৃদয় ওরফে ইব্রাহিম স্বীকারোক্তিমূ্লক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গ্রেপ্তার রিয়া খাতুন ও হৃদয়কে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। ওই সময় তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন জবানবন্দি নেন। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা থেকে হৃদয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় হৃদয় তার ছোট খালা বেগম খালেদার বাসায় ছিল। এরপর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। সে রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে পুলিশ।
তাসলিমাকে হত্যার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে হৃদয়কে লাঠি দিয়ে তাসলিমাকে আঘাত করতে দেখা যায়।
CoinWan Latest Banlga Newspaper