মস্কো সুন্দরী একাতেরিনার ভয়ংকর অপমৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে মেয়েকে সমানে ফোন করে যাচ্ছিলেন বাবা-মা। কিন্তু মেয়ে ফোন তোলেনি। উদ্বিগ্ন হয়ে পরদিন ভোরেই তাঁরা ফোন করে বাড়ির মালিককে। মালিক গিয়ে বারবার দরজায় ধাক্কা দিলেও কেউ সাড়া দেয়নি। এরপর তিনি পুলিশ ডেকে দরজা ভাঙতে দেখেন নগ্ন এবং গলা কাটা অবস্থায় মেঝেতে পরে রয়েছেন একদা সৌন্দর্য শিরোপা জেতা মস্কো সুন্দরী একাতেরিনা কে।
Read More News
একাতেরিনাকে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। শুধু তাই নয় তাঁর দেহে একাধিক ধারালো অস্ত্রের কোপ মিলেছে। ধড় থেকে দেহ আলাদা ছিল এবং তা একটি স্যুটকেসের মধ্যে ভরা ছিল। যদিও কেন তিনি খুন হলেন সেই কারণ এখনও স্পষ্ট নয়। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা-মা।
একাতেরিনা রাশিয়ান ন্যাশনাল রিসার্চ মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করেছেন। তিনি ছিলেন পেশায় ত্বক বিশেষজ্ঞ। রাশিয়ার এক হাসপাতালেই তিনি রোগী দেখতেন। এছাড়াও তিনি ছিলেন যৌনরোগ বিশেষজ্ঞ।
CoinWan Latest Banlga Newspaper