নিউজিল্যান্ডিকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড। ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে স্বাগতিকরা।
ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড গড়ে ৩০৫ রান। জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৮৬ রানে।
Read More News
এদিনের জয়ে ইংল্যান্ড নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠে। আর সমান ম্যাচে ১১ পয়েন্ট চতুর্থ স্থানে রেয়েছে নিউজিল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া ১৪ ও ভারত ১৩ পয়েন্ট সেমিতে খেলা নিশ্চিত করে।
তবে এদিনের হারে বিশ্বকাপে শেষ চারের আশা শেষ হয়ে যায়নি নিউজিল্যান্ডের। এগিয়ে আছে তাদের আশা। নেট রাট রেটে তাদের পেছনে ফেলে সেমি-ফাইনালে যেতে বাংলাদেশকে অন্তত ৩১৬ রানে হারাতে হবে পাকিস্তানকে।