বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি খুব শীঘ্রই মা হতে চলেছেন। এই সময় সাধারণত হবু মায়েরা সবচেয়ে বেশি যত্ন নেন নিজেদের। কিন্তু সমীরা একেবারে অন্যরূপে অভিনব ফোটোশ্যুট করে ফ্যানেদের চমকে দিলেন। স্টিরিয়োটাইপস ভেঙে একেবারে হটকে ফোটোশ্যুটে ভাইরাল সমীরা রেড্ডি।
Read More News
সম্প্রতি ৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য সমীরা একটি ক্যাম্পেন করেন। সেখানে তিনি বুঝিয়েছেন এই সময়টাতেই মহিলাদের সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকা উচিত। কারণ এই সময়ের থেকে সুন্দর সময় তাঁদের জীবনে আর আসবে না।
এরইসঙ্গে সমীরা ইনস্টাগ্রামে তাঁর ৯ মাসের বেবি-বাম্প নিয়ে জলের তলায় করা ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। ছবিতে ক্যাপশন দিয়ে লিখেছেন, বেঠিকভাবে একেবাকে সঠিক।
CoinWan Latest Banlga Newspaper