আমির খানের ভাইঝি শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন। মনসুর খানের মেয়ে জায়ান মেরি খান অভিষেক-ছবিতে কাজ শুরু করেছেন। ভাইঝি জায়ানের অভিষেক হবে আমির খানের ছবিতে। ছবিটি পরিচালনা করবেন জায়ানের চাচাতো ভাই, অভিনেতা ইমরান খান। সম্প্রতি জায়ান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন, মনে হচ্ছে, সেটি কোনো চিত্রনাট্য।
Read More News
ইমরান খান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিশন মারস : কিপ ওয়াকিং ইন্ডিয়া’ দিয়ে এরই মধ্যে পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁকে সর্বশেষ ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় দেখা যায়।
জায়ান মেরি খানেরও অবশ্য সিনেমার অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির সহকারী পরিচালক ছিলেন জায়ান। ফিটনেস সচেতন তিনি। সামাজিক মাধ্যমে প্রায়ই জিম ও যোগব্যায়ামের ভিডিও শেয়ার দেন তিনি।
CoinWan Latest Banlga Newspaper