ফোটোশ্যুট করে তাক লাগালেন বলিউডের আরেক সুপারস্টার আমির খানের মেয়ে ইরা। ফোটোশ্যুটের টাইলেন দেওয়া হয়েছে ‘হু আর ইউ?’। একই সঙ্গে ইনস্টাগ্রামে একটি নোট লিখেছেন ইরা। জানিয়েছেন, ফ্যাশন তাঁর বিচরণের ক্ষেত্র।
Read More News
ডেনিম শর্টস ও খয়েরি ব্লাউজ পরে পোজ দিয়েছেন ইরা। হাতে ধরে রয়েছেন ব্যাগ। চুল বেনি করে সাজানো। সঙ্গে রয়েছেন আরেক মডেল।
এমনিতেই ইরার ইনস্টাগ্রামের ফ্যানের সংখ্যা প্রচুর। এখনই প্রায় ৭৭ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। নয়া অবতারে তাঁকে এভাবে দেখে ফ্যানেরাও প্রচুর প্রশংসা করেছেন। অনেকেরই প্রশ্ন, তবে কি এবার বলিউডে আরেক স্টারকিডের অভিষেকের পালা।
CoinWan Latest Banlga Newspaper