বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মাকে নিয়ে হজ পালনের জন্য শুক্রবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ছেন।
গত বছর সৌদি সরকারের আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন সাকিব। এ বছর মা শিরীন আকতারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
Read More News
ইংল্যান্ড বিশ্বকাপের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটিতে থাকা সাকিব সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও দলের সঙ্গে ছিলেন না। অক্টোবরে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে পারেন সাকিব। টেস্টের পর আফগানদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এক আসরে একমাত্র ক্রিকেটার হিসেবে ৬০০-এর ওপর রান ও ১০টিরও বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।