সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে ল্যাভেনডার ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা করছে। ওডোমসের গায়ে মূল্য ৮৮ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৫ টাকা) অথচ গত কয়েক দিনে দাম পাঁচগুণ বেড়ে রাজধানীর কোথাও মলমটি বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, কোথাও ৮০০ টাকায়।
Read More News
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মাসুম আরেফিন, আফরোজা রহমান ও আব্দুল জব্বার মণ্ডল।
এছাড়াও অভিযান চলাকালে অবৈধ বিদেশি প্রসাধনী বিক্রির অপরাধে ইউনাইটেড ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আর সেই সঙ্গে চাহিদা বাড়ছে মশা প্রতিরোধী সামগ্রীর। এ সুযোগে রাতারাতি দাম কয়েকগুণ বেড়েছে এসব সামগ্রীর। বিশেষ করে ভারতীয় প্রতিষ্ঠান ডাবরের মলম ওডোমসের দাম কিছু অসাধু ব্যবসায়ী সাড়ে সাত গুণ বাড়িয়ে বিক্রি করছে।
প্যাকেটজাত মিষ্টিতে উৎপাদনের তারিখ, মেয়াদ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা ও ওজনে কম দেয়ার অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সার্বিক সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর সদস্যরা।
CoinWan Latest Banlga Newspaper