চলছে হু আর ইউ ফোটোশ্যুট। আর তাতেই একের পর এক ছবি শেয়ার করে রীতিমতো ভাইরাল সেলেব-কন্যে আমির খানের প্রথম পক্ষের মেয়ে ইরা।
Read More News
ঠিকই ধরেছেন মিস্টার পারফেকশনিস্ট ফোটোশ্যুটের টাইলেন দেওয়া হয়েছে ‘হু আর ইউ?’। একই সঙ্গে ইনস্টাগ্রামে একটি নোট লিখেছেন ইরা। জানিয়েছেন, ফ্যাশন তাঁর বিচরণের ক্ষেত্র।
এবারের ফোটোশ্যুটে তাঁর লুক সেমি-গথিক। ইরার সঙ্গে রয়েছেন আরেগ মডেল। এর আগের লুক ছিল বোগেমিয়ান।