বাংলাদেশের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট কাহিনী-চরিত্র মাসুদ রানা নিয়ে ছবি নির্মাণ করা হবে ঢালিউডে। এতে নায়িকার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। আজ বৃহস্পতিবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
Read More News
‘মাসুদ রানা’ ছবিটি পরিচালনা করবেন আসিফ আকবর, জাজ মাল্টিমিডিয়ার সাথে আরও প্রযোজনা করবে সিলভারলাইন প্রোডাকশন্স। ছবিতে হলিউড ও ঢালিউডের গুণী অভিনয়শিল্পীরা কাজ করবেন। ছবির শুটিং শুরু হবে ২৭ সেপ্টেম্বর। শুটিং হবে বাংলাদেশ, মরিশাস, থাইল্যান্ড, আমেরিকা ও আফ্রিকাতে।
বর্তমানে ‘সাহো’ ছবির জন্য আলোচনায় আছেন শ্রদ্ধা। এতে ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের সাথে দেখা যাবে তাকে। এছাড়া তার ‘আশিকী ২’, ‘বাঘি’ ছবিও দর্শকদের নজর কেড়েছে।
CoinWan Latest Banlga Newspaper