কক্সবাজারের টেকনাফ উপজেলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি আরেক রোহিঙ্গা নাগরিক হাসান কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার জাদিমুরা পাহাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।
নিহত হাসান জাদিমুরা ক্যাম্পের বাসিন্দা। এ নিয়ে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি তিন রোহিঙ্গা নাগরিক নিহত হলেন।
Read More News
গত বৃহস্পতিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাড়ি থেকে যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ওমর ফারুককে ডেকে নিয়ে অদূরবর্তী পাহাড়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য পরিবারের সদস্যরা রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন।
ওমর ফারুক হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার মো. মোনাফ কোম্পানির ছেলে। তিনি জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিরও সভাপতি।
CoinWan Latest Banlga Newspaper