বিউটিফুল করিনা কাপুর খান একমাসের ভিতরেই ৩৯-এ পা দেবেন। করিনা কাপুর সবাইকে টেক্কা দিয়ে গোটা স্পটলাইট কেড়ে নিলেন। ফ্যাশন ও স্টাইলকে অনায়াসে মিলিয়ে দিতে পারেন তিনি। আর সেই সঙ্গে রয়েছে তাঁর অসম্ভব আত্মবিশ্বাস। যখনই তিনি ক্যামেরার সামনে আসেন, অথবা র্যাম্পে ওঠেন, তৈরি হয় এক জাদু মুহূর্ত।
Read More News
প্রায় প্রতিবারই করিনাকে দেখা যায় বিভিন্ন ফ্যাশন ডিজাইনারের হয়ে ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে শো-স্টপার হিসেবে। এবারও তার কোনও ব্যতিক্রম হল না। ফ্যাশন ডুয়ো গৌরি-নয়নিকার জন্যে উঠলেন র্যাম্পে। কালো অফ শোল্ডার লং ড্রেসে এক কথায় স্টানিং তিনি। খোলা চুল, সামান্য মেক-আপের ছোঁয়া এবং ডার্ক লিপস আরও বাড়িয়ে তুলল তাঁর আবেদন। প্রসঙ্গত, করিনা ল্যাকমে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বটে।
CoinWan Latest Banlga Newspaper