সম্প্রতি দ্য কপিল শর্মা শো-তে গিয়েছিলেন সাহোর অভিনেতারা। সেখানেই এই কথা নিজে মুখে স্বীকার করেন বাহুবলী। কপিলের প্রশ্নের উত্তরে প্রভাস বলেছেন, ‘হ্যাঁ, ঘুমোই। চেষ্টা করি অনেকটা ঘুমনোর। কিন্তু চিন্তায় ঘুম আসে না। তবে গুঞ্জনটা সত্যি’। সাহোর অভিনেতা নীল নীতিন মুকেশ ইনস্টাগ্রামে তাঁদের কপিল শর্মার শো-এর মুহূর্ত শেয়ার করেছেন। ৩৯ বছরের অভিনেতা প্রভাস সম্প্রতি তাঁর আগামী ছবি সাহো-র প্রচার নিয়ে ব্যস্ত।
Read More News
সুজিত পরিচালিত সাহো একটি অ্যাকশন ফিল্ম। তেলুগু ছবিতে প্রথম কাজ করছেন শ্রদ্ধা কাপুর। ছবিটি মুক্তি পাওয়ার কথা ৩০ আগস্ট।
CoinWan Latest Banlga Newspaper