ডেঙ্গুতে ভুগছে বাংলাদেশে। ডেঙ্গু নিয়ে উদ্বিগ্নতার মধ্যে সময় কাটছে দেশের মানুষের। ঠিক এমন সময়ই শোনা গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জ্বরে ভুগছেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে। জ্বরের পাশাপাশি তার শরীরে ব্যথাও আছে।
Read More News
বিনিসুতোয় শ্যুটিং শেষে আপাতত বাড়িতে রয়েছেন জয়া আহসান। বিনিসুতোয় জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এই সিনেমায় জয়া নিজে প্লেব্যাকও করেছেন।
সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বর নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেতা এমএ আলমগীর। তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। তরুণ অভিনেতা শরিফুল রাজও ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে।