দীর্ঘ সময় পর আবারো ঢাকার ছবিতে দেখা যাবে কলকাতার স্বস্তিকা মুখার্জিকে। শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামে সিনেমায় কাজ করেছিলেন কলকাতার স্বস্তিকা।
ঢাকার এ ছবিটি পরিচালনা করবেন পারভেজ আমিন। তবে স্বস্তিকার সাথে চুক্তিবদ্ধের আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে। আগামী জানুয়ারি মাস থেকে এ ছবির কাজ শুরু করার ইচ্ছে রয়েছে।
Read More News
স্বস্তিকা জানান, ঢাকার একটি ছবির বিষয়ে কথা হয়েছে। কিছুদিনের মধ্যে চুড়ান্ত হবার কথা রয়েছে। চুড়ান্ত হলে আবারো ঢাকায় কাজ করা হবে। জানা গেছে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা। তবে তার বিপরীতে কে অভিনয় করছেন সেটা এখনো নিশ্চিত নয়।