পার্সেলের প্রথম ঝলক, ভেতরে যেন অচেনা রূপের এক ঋতুপর্ণা। দেশে-বিদেশে সমাদৃত তাঁর ছবি পিউপা। তাঁর পরবর্তী ছবি পার্সেলের শ্যুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। চলছে শ্যুটিং পরবর্তী কার্যকলাপ। সব ঠিকঠাক থাকলে এবছরের শেষেই মুক্তি পাবে ইন্দ্রাশিস আচার্য পরিচালনায় পার্সেল। এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্বাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার এবং অম্বরীশ ভট্টাচার্য। সম্প্রতি এই ছবির পোস্টারের ফার্স্টলুক প্রকাশ্যে আনলেন পরিচালক। সেখানেই আবেগঘন মুহূর্তে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে।
Read More News
পার্সেল নিয়ে আশাবাদী পরিচালক। তাঁর কথায়, পার্সেলের গল্প এমনই যা মন ছুঁয়ে যাবে দর্শকের। তবে হলে মুক্তির আগে তিনি পার্সেলকে নিয়ে যেতে চান বেশ কিছু ফেস্টিভ্যালে।