বলিউড অভিনেত্রী বিদ্যা বালান নাকি মা হতে চলেছেন। গত বৃহস্পতিবার, মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। এদিন কালো ম্যাক্সি ড্রেস ও সঙ্গে ডেনিম জ্যাকেট পরে ছিলেন তিনি। মুহূর্তেই হন ক্যামেরাবন্দি। এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Read More News
বিভিন্ন পোস্টের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা লিখেছেন, বেবির অপেক্ষায় রইলাম। অনেকে আবার অগ্রীম শুভকামনা জানিয়েছেন। যদিও বিদ্যা এ বিষয়ে কোন কিছুই বলেননি।
২০১২ সালে আদিত্য রায় কাপুরের সঙ্গে মালাবদল করেছেন অভিনেত্রী বিদ্যা। তারপর থেকে সুখেই ঘর সংসার করছেন তিনি।
শেষবার বিদ্যাকে দেখা গিয়েছিল ‘তুমহারি সুলু’ ছবিতে। যেখানে বিদ্যার অভিনয় মুগ্ধ করেছিল সিনেমাপ্রেমীদের। ছবিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসাও করে। বিদ্যার নতুন ছবি ‘মিশন মঙ্গল’। শীগগিরই ছবিটি মুক্তি পাবে।
CoinWan Latest Banlga Newspaper