‘সাহো’র নতুন গান ‘ইন্নি সোনি’ টিজারেই দর্শকদের চমকে দিয়েছিল। প্রায় ৩৬ সেকেন্ডের টিজারে প্রভাস-শ্রদ্ধার রসায়ন মন কেড়েছিল নেটিজেনদের। তখন থেকেই অপেক্ষার শুরু। অবশেষে মুক্তি পেল গান। মুক্তির পরই জনপ্রিয় গানের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইন্নি সোনি’।
গানে উজ্জ্বল পোশাকে মোহময়ী লেগেছে শ্রদ্ধাকে। গানের তালে নাচতেও দেখা গিয়েছে এই বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসকে। গানের দৃশ্যে বরফে ঢাকা পাহাড়ের মাঝে প্রভাস-শ্রদ্ধার রোম্যান্সের উষ্ণতাও দেখা গেছে। প্রকৃত অর্থেই প্রশংসার যোগ্য ছবির সিনেম্যাটোগ্রাফি। অস্ট্রিয়ার ইন্সব্রুকে হয়েছে গানের দৃশ্য ধারণ।
Read More News
প্রভাস-শ্রদ্ধা ছাড়াও ‘সাহো’ ছবিতে আরও রয়েছেন নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মহেশ মাঞ্জরেকরের মতো অভিনেতারা। ছবিটি প্রথমে ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ভিএফএক্স-এর কিছু কাজ এখনও বাকি থাকায় পেছোনো হয়েছে মুক্তির তারিখ। ৩০ আগস্ট মুক্তি পেতে পারে ‘সাহো’।
CoinWan Latest Banlga Newspaper