বলিউড সুন্দরী রাভিনা ট্যান্ডনের সঙ্গে দক্ষিণী সুপারস্টার প্রভাস রোমান্টিক অঙ্গভঙ্গিতে নাচলেন। আর তা সামাজিক যোগাযোগমাধ্যমে আসামাত্রই ভাইরাল হয়ে যায়।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে-৯’ এর সেটে হাজির হয়েছিলেন প্রভাস। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সাহো’র প্রচারে সেখানে গেলেও রাভিনার সঙ্গে তাল মেলাতে ভোলেননি দক্ষিণী তারকা।
Read More News
বলিউডের সাড়া জাগানো গান ‘টিপ টিপ বর্ষা পানি’র সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন রাভিনা-প্রভাস। এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একজন। সেটিই প্রকাশ্যে আসতেই ভাইরাল।
এরই মধ্যে ‘সাহো’র স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ৩২০ কোটি রুপিতে। সম্প্রতি ছবির অভিনেতা প্রভাস বলেছেন, সাহোর নির্মাণে খরচ হয়েছে ৩৫০ কোটি রুপি। খরচের অর্থ তো মুক্তির আগেই প্রায় উঠে গেছে।
তামিল, তেলেগু, হিন্দি ও মালয়ালাম ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘সাহো’। সিনেমাটিতে প্রভাস-শ্রদ্ধা ছাড়াও নীল নিতিন মুকেশ ও তামিল অভিনেতা অরুণ বিজয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
CoinWan Latest Banlga Newspaper