সবার নজর কেড়েছেন জয়া!

জয়া আহসান শুধু বাংলাদেশ নয় কলকাতাতেও জনপ্রিয়। জয়ার বয়স কত জিজ্ঞাস করলে তিনি শুধু মিষ্টি হাসি উপহার দেন। বয়স কখনই বলেন না তিনি।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করে সবার নজর কেড়েছেন জয়া। সেখানে অভিনেত্রীকে দেখা গেছে হাফ প্যান্ট পরনে। অফ হোয়াইট হাফ প্যান্ট ও সাদা শার্টে ফটোশুটের ছবিটি দিয়ে তিনি চমকে দিলেন সকলকে। জয়াকে বেশিরভাগ শাড়িতেই দেখা যায়। ওয়েস্টার্ন পোশাকের জয়াও দৃষ্টিনন্দন।
Read More News

এদিকে টলিউডে একের পর এক ছবি করে চলেছেন জয়া। সর্বশেষ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ছবিতে একজন জনপ্রিয় ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শিগগিরই তাকে দেখা যাবে আরও কিছু চমৎকার গল্পের ছবির চমক জাগানিয়া চরিত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *